মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা মাইলস্টোন ট্র্যাজেডি: সুশাসনের করুণ পরাজয় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও ছয় দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডি: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির গভীর শোক প্রকাশ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শোকাহত জাতি চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ
  • লক্ষ্মীপুরে জলাবদ্ধতা চরমে:

    জকশিন-দরবেশপুর খালের দুর্দশা নিরসনে নেই কার্যকর উদ্যোগ

    জকশিন-দরবেশপুর খালের দুর্দশা নিরসনে নেই কার্যকর উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন থেকে রামগঞ্জ উপজেলার দরবেশপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ খালটি আজ রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে সংস্কারের অভাবে খালজুড়ে জমেছে কচুরিপানার স্তূপ, উপড়ে পড়েছে বনবিভাগের শত শত গাছ। খালের দুই পাশ জুড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে ব্রীজ ও কালভার্ট—যার ফলে পানি চলাচলে সৃষ্টি হয়েছে চরম প্রতিবন্ধকতা।

    ফলে সামান্য বৃষ্টিতেই রামগঞ্জ ও সদর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। অনেক জায়গায় দেখা গেছে, খালের পানিপথ একেবারেই বন্ধ হয়ে গেছে, আর সেখানে জমে থাকা পানিতে জন্ম নিয়েছে নানা রোগজীবাণু ও দুর্গন্ধ।

    জানা গেছে, বিগত বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে স্থানীয়রা একাধিকবার প্রশাসন এবং বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও বনবিভাগ পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি।

    ছাগলছেঁড়া এলাকায় খালের উপশাখায় সামান্য কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, মূল খালজুড়ে গাছপালা ও অবৈধ দখলদারদের স্থাপনা এখনো বহাল তবিয়তে আছে। এর ফলে এই অঞ্চলের জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করেছে।

    সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কিছু কার্যক্রম শুরু হলেও পুরো খালজুড়ে তা বিস্তৃত হয়নি। ফলে দীর্ঘমেয়াদে এই জলাবদ্ধতা নিরসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই হাহাকার চলছে লক্ষ্মীপুরের হাজারো পরিবারে।

    স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অবিলম্বে কার্যকর উদ্যোগ নেয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপড়ে পড়া গাছ অপসারণ, কচুরিপানা পরিষ্কার এবং সঠিক পরিকল্পনায় ব্রীজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক। তা না হলে প্রতি বছরই বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরবাসীকে এই দুর্ভোগের মুখোমুখি হতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন