মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা মাইলস্টোন ট্র্যাজেডি: সুশাসনের করুণ পরাজয় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও ছয় দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ মাইলস্টোন ট্র্যাজেডি: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির গভীর শোক প্রকাশ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শোকাহত জাতি চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ
  • উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরিফ রব্বানী মানিক

    উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরিফ রব্বানী মানিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার শাহ ডাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (ঢাকা) সভাপতি আব্দুর রহিম বক্স দুধু। সভা শেষে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি’র ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি রব্বানী পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফ রব্বানী মানিক,। সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম হেলালের নাম ঘোষণা করা হয়।

    রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশষ সড়ক পরিবহন মালিক সমিতির (ঢাকা) কোষাধ্যক্ষ খোকন মিয়া ও বাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।এছাড়াও সভায় সিরাজগঞ্জ বাদে রাজশাহী ও রংপুর বিভাগের ১৫টি জেলার বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাস-ট্রাকের মালিকগণ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি আঃ রহিম বক্স দুধু বলেন, “আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিতে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি হবে।”

    রংপুর রাজশাহী বিভাগের১৬ জেলার বাস মিনিবাস মালিক সমিতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি (২০২৫-২০২৭) নবনির্বাচিত সভাপতি ও নীলফামারী জেলা বাস -মিনিবাস মালিক গ্রুপের সম্মানিত সভাপতি আরিফ রব্বানী মানিক “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারি চালিত অটো, করিমন, লোডার ভ্যান— যত্রতত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরোনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম হেলালে সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধিরও প্রতিবাদ জানান এবং বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের উপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা।” তারা অবিলম্বে বাড়তি আয়কর প্রত্যাহারের দাবি জানান।উক্ত সভাটি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন