আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ আর নেই


বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ আর নেই। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জীবদ্দশায় তিনি এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর সাবেক জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আমিন জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, এশিয়াটিক কটন মিলস জামে মসজিদ, মদিনা ইসলামী মিশন (বাংলাদেশ, চট্টগ্রাম), হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (রহ.) জামে মসজিদ, মোহাম্মদপুর হাই স্কুল পরিচালনা পরিষদ (রাউজান) ও শেখ ওমর জামে মসজিদের উপদেষ্টা ছিলেন।
তার জানাজা অনুষ্ঠিত হয় ৪ জুলাই, শুক্রবার, জুমার নামাজের পর। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন সৎ, সদা হাস্যোজ্জ্বল ও গোপন দানবীর হিসেবে পরিচিত। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
তুলতুল বাবাকে হারিয়ে বাকরুদ্ধ। তিনি জানিয়েছেন—“আমার দুইটি পৃথিবী ছিল—মা ও বাবা। এখন কেউই নেই। বাবার জন্য অঝোর ধারায় কাঁদছি।” তিনি সবার কাছে বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।
মরহুমের কুলখানি ও ফাতেহা অনুষ্ঠিত হয় ৭ জুলাই ২০২৫, সোমবার।
