অ্যাপল ও মাইক্রোসফটকে টপকে বিশ্বসেরা এনভিডিয়া


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার শক্তিতে মাইক্রোসফট, অ্যাপলের মতো জায়ান্টকেও ছাপিয়ে গেল শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। জুন মাসের শেষে শেয়ার বাজারে বাজারমূল্যের ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে এনভিডিয়া। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট ও অ্যাপল। আজ (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জুন মাসের শেষে এনভিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় ৩ দশমিক ৮৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে, যেটা মাইক্রোসফটের ৩ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ বেশি। মাসের শেষে আইফোন নির্মাতা অ্যাপলের বাজারমূল্য ছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
উল্লেখ্য, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে এনভিডিয়া’র এআই চিপের চাহিদায় ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মূলত এআই চিপের আকাশছোঁয়া চাহিদার শক্তিতেই এসেছে এনভিডিয়ার সাম্প্রতিক এই সাফল্য।
তবে বাজারমূল্যের দিক থেকে এই মুহুর্তে শীর্ষে অবস্থান করলেও গত ডিসেম্বরে করা অ্যাপলের রেকর্ড এখনও ছুঁতে পারেনি এনভিডিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাপলের বাজারমূল্য ছিল এযাবতকালের রেকর্ড ৩ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার।
প্রযুক্তি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় বেশ নিরাপদ দূরত্বেই আছে এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল। গত মাসে মেটা, ব্রডকম ও অ্যামাজনের বাজারমূল্য যথাক্রমে ১৪ শতাংশ, ১৩ দশমিক ৯ শতাংশ ও ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন, ১ দশমিক ৩ ট্রিলিয়ন ও ২ দশমিক ৩৩ ট্রিলিয়ন ডলারে।
জুন মাসে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য কমবেশি প্রায় সকলেরই বেড়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম হচ্ছে শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ইউরোপের বাজারে পর পর পাঁচ মাস বাজার হারানো প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন ডলারে।
দৈএনকে/ জে. আ
