বাংলাদেশের প্রথম ওয়ানডেতে ৩ পেসার ও ২ স্পিনার, কেমন হবে দল?


যে কোনো কারণই হোক না কেন, পঞ্চপাণ্ডবের চারজনই এখন অনুপস্থিত। টেস্ট ফরম্যাটে একমাত্র মুশফিকুর রহিমই এখনও দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পঞ্চপাণ্ডবের নাম নেই।
ফেব্রুয়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ শেষবার ওয়ানডে খেলেছিল, তখনও মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন দলে। কিন্তু এবারের শ্রীলঙ্কা সিরিজে দু’জনের কেউই নেই।
বাংলাদেশ দলের দলে এখন স্বাভাবিকভাবেই ব্যাপক পরিবর্তন আসছে। পঞ্চপাণ্ডবরা অনুপস্থিত থাকায় তরুণ খেলোয়াড়দের সুযোগ বাড়ছে। প্রশ্ন এখন রয়ে গেছে, ২ জুলাই, বুধবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য টিম কম্বিনেশন কেমন হবে? কতজন অভিজ্ঞ ব্যাটসম্যান খেলবেন?
অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কী পজিশনে ব্যাট করবেন? তাকে নিচের দিকে নামানো হবে, নাকি ৪-৫ নম্বরে রাখা হবে? পেস বোলিং ইউনিটে কতজন খেলবেন? তাসকিন আহমেদের ফিটনেস কেমন? নাহিদ রানাকে টেস্টের পর প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেয়া হবে কি না? স্পিনারদের সংখ্যা কত? এসব নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় দলের প্র্যাকটিস ছিল। প্রথম একাদশের কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে টিম ম্যানেজমেন্টের এই অনুশীলন থেকে। জানা গেছে, সোমবার তাসকিন নেটে বোলিং করেননি, মাঠে থাকলেও বিশ্রামে ছিলেন। আজ যদি তাকে বোলিং করানো হয়, তবে ভিন্ন কথা; নাহলে ধরে নিতে হবে যে তাসকিন বুধবারের ম্যাচে খেলবেন না।
অন্যদিকে, নাহিদ রানার খেলা নিয়েও সংশয় রয়েছে। তিনি শেষ টেস্টে অনেক বল করেছেন, তাই তাকে কিছুদিন বিশ্রাম দেয়া হতে পারে। ২ জুলাইয়ের ম্যাচে না খেলিয়ে ৫ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে নামানো হতে পারে।
যদিও কেউ খেলুক বা না খেলুক, বাংলাদেশ দলে তিন পেসারের ব্যবস্থা করা হবে বলে ধারণা। হাসান মাহমুদ, বাঁহাতি মোস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবের খেলা প্রায় নিশ্চিত।
স্পিনার হিসেবে অধিনায়ক মিরাজের সঙ্গে লেগস্পিনার রিশাদ খান মাঠে থাকতে পারেন। ব্যাটিংয়ে কে সাতজন খেলবেন, সেটাই আগ্রহের বিষয়।
ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমন খেলবেন, না দলে ফিরেছেন নাইম শেখ—তা এখনো চূড়ান্ত হয়নি। তিন নম্বরে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত। চার থেকে ছয় নম্বর পজিশনে খেলবেন অধিনায়ক মিরাজ, লিটন দাস ও তাওহিদ হৃদয়। এই তিনজনের মধ্যে কাকে কোন পজিশনে রাখবেন, সেটাই দেখার বিষয়।
তারপর রয়েছে জাকের আলী অনিক এবং আট নম্বরে ব্যাট করতে পারেন রিশাদ হাসান। সঙ্গে তিন পেসার বোলার থাকবেন পুরো দলকে ভারসাম্য রাখতে।
