শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে ‘গোপন বৈঠক’: নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২২ জন গ্রেপ্তার পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া বার্তা সংসদের উচ্চকক্ষ ১০০ আসনের, সদস্য মনোনয়ন হবে আনুপাতিক হারে পলিথিন ও শব্দ দূষণ রোধে জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর জুলাই সনদ দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা সিটি করপোরেশন সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের
  • ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

    ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় মানিক রহমান (২৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৩মে) দিবাগত রাত পোনে ১২টার দিকে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক রহমান, চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮), ঠাকুরগাঁও রুহিয়া থানার সিরাজ উদ্দিন এর ছেলে। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত পোনে ১২টার দিকে একটি ধান বোঝাই ট্রাক্টর ফুলবাড়ী থেকে আমবাড়ী অভিমুখে যাওয়ার পথে চাকার বিয়ারিং ভেঙে গেলে, উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর দাড়িয়ে মেরামত কাজ করছিলেন ট্রাক্টর চালক মানিক রহমান। এসময় একইদিক থেকে আসা (বগুড়া-ট ১১-১২৬৬) একটি খালি ট্রাক, ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। এসময় ট্রাকের সামনেদিক দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকচালক মঈনুল ইসলামও গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সাহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন। অবস্থার অবনতি হলে ট্রাকচালক মঈনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপরদিকে ঘাতক ট্রাক ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


    আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন