রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি
  • কূটনৈতিক উত্তেজনা: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বহিষ্কার

    কূটনৈতিক উত্তেজনা: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বহিষ্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিপাক্ষিক উত্তেজনার জেরে এবার কূটনৈতিক পর্যায়ে সরাসরি প্রতিক্রিয়া জানাল ভারত ও পাকিস্তান। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে দুই দেশের হাইকমিশনের একেকজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশত্যাগের নির্দেশ দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ।

    মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানায়, ওই কর্মকর্তার ‘কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ তোলা হয়েছে।

    উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে ভারতও পাকিস্তানি হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয়।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয় ঐ কর্মীকে।

    এর আগে, ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে, ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এর আগে, গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলে আকাশপথে হামলা-পাল্টাহামলা, সেইসাথে সীমান্তযুদ্ধ। পরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন