বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোন ইচ্ছা নেই: আইএসপিআর জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের জোর গুঞ্জন বাংলাদেশের ক্রান্তিলগ্ন: স্থিতিশীলতা ও সংস্কারের সন্ধিক্ষণে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ‘ওয়াকআউট’ পদত্যাগ ইস্যুতে ‘সরকার বললে চলে যাব’: শিক্ষা উপদেষ্টা ব্যাংক হিসাব স্থগিত, বিলাসবহুল গাড়ি জব্দ, কর ফাঁকি ও অর্থপাচার! কে এই শরীফ জহির? মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের তালিকা তৈরিতে তদন্ত কমিটি গঠন ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ: শক্তি প্রদর্শনের কৌশলগত পদক্ষেপ গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা, অনাহারে শিশুসহ ১৫ জনের মৃত্যু গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত-সংহত থাকার আহ্বান তারেক রহমানের
  • হাটহাজারী জুড়ে প্রতারণার ফাঁদ, মহিলারা ও সহজ-সরল মানুষ হচ্ছে শিকার

    হাটহাজারী জুড়ে প্রতারণার ফাঁদ, মহিলারা ও সহজ-সরল মানুষ হচ্ছে শিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ছড়িয়ে পড়েছে এক ধরনের নিরব সন্ত্রাস — প্রতারক চক্রের প্রচারপত্র। গ্রামের আনাচে-কানাচে, শহরের অলিগলিতে, বাজারে এমনকি স্কুল-কলেজের আশপাশে চোখে পড়ছে এই প্রতারণামূলক পোস্টার ও লিফলেট। এসব প্রচারে তারা দাবি করে, পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, পরীক্ষায় ব্যর্থতা, জিন পরীর মাধ্যমে সমস্যা সমাধান ইত্যাদির অলৌকিক সমাধান দিতে পারে তারা।

    এই প্রতারকরা নিজেদের কখনো মাজারের খাদেম, কখনো তান্ত্রিক গুরু বা মন্ত্রজ্ঞ হিসেবে পরিচয় দেয়। প্রথমে "হাজিরা" দেখানোর নাম করে আদায় করে ১,০০০ থেকে ১,২০০ টাকা, এরপর পাথর, মাছ, মিষ্টির অজুহাতে কয়েক দফায় বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।

    বিশেষ করে সহজ-সরল নারী সমাজকে তারা টার্গেট করে থাকে। প্রতারণার ধাপে ধাপে তারা বলে, “কৃষ্ণ পাথর ও আগুন পাথর এনে দিতে হবে”, আবার বলে “জিনদের তুষ্ট করতে ১৪ কেজি মিষ্টি পাঠাতে হবে।” এমনকি অনেকেই দাবি করে, সমুদ্র থেকে তিনটি বোয়াল মাছ এনে দিলে ‘সমস্যা সমাধান’ হবে।

    কিন্তু একবার টাকা হাতিয়ে নেওয়ার পর, আর ফোন রিসিভ করে না। ক্ষতিগ্রস্তরা একে একে সর্বস্ব হারিয়ে বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে।

    এই চক্রটি ফেসবুক, ইউটিউব, এমনকি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে সরল মানুষদের ফাঁদে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আরও বহু পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    জনগণের দাবি এই নিরব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন