বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষার্থীদের আরো লেখা পড়ায় উৎসাহ সৃষ্টি করতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। 

একই সাথে তাদের মাঝে সনদ পত্র ও ক্রেস বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসাবে বুধবার পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলার ৩৮ জন এসএসসি ও এইচএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। 

পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মুন্সী মুহাম্মদ আব্দুল মান্নান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আবু ওয়ারেশ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ জাহিদুর রহমান, প্রতিষ্ঠান প্রধান মোঃ রুবেল সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। 

২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। 

এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী, অভিভাবক সহ সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। 

বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয় এবং তাহের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 


আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: