মাইলস্টোনে নিহতদের স্মরণে ভুইয়ম স্কুল অ্যান্ড কলেজে দোয়া মাহফিল


সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ শাহাদাতবরণকারী ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়াম স্কুল অ্যান্ড কলেজে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার বিশিষ্টজন এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। পরে মোনাজাতে তাদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
ভুইয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম বলেন—এই দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীরা আমাদের জাতীয় শোকের অংশ হয়ে থাকবে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সেই কামনাই করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি যুবায়ের হোসেন এবং অভিভাবক সদস্য ও আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আশিক মিয়া। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি ও সহমর্মিতা জাগ্রত করতে আমাদের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এক সংক্ষিপ্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দুর্যোগকালীন করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
