দুর্ঘটনায় নিহতদের স্মরণে গৌরীপুরে দোয়া মাহফিল


সোমবার ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে মঙগলবার (২২জুলাই) রাতে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাসসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন বলেন, একটি দুর্ঘটনা সারা জীবণের কান্না। উত্তরার এই দুর্ঘটনায় অনেকগুলো মেধাবী কোমলমতি পাণ ঝরে গেল। যা দেশের জন্য একটি অপূরনীয় ক্ষতি হয়েছে। এরাই বড় হয়ে দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হয়ে দেশের জন্য কলাণ ও সুনাম বয়ে আনতো।
সদস্য সচিব হাফেজ আজিজুল হক বলেন, উত্তরার এই দুর্ঘটনায় অনেকগুলো মেধাবী কোমলমতি প্রাণ ঝরে গেল। এরাই হয়তো বড় হয়ে দেশের হাল ধরতো।
বক্তারা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
