বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্রগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় নিজের  জায়গায় স্থাপিত মার্কেট উন্নয়নে জায়গার প্রকৃত মালিককে মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন, উপজেলা সদরের ডুমুরিয়া গ্রামের ইলিয়াস খান নামে এক ব্যক্তি।

আজ রবিবার দুপুরে উপজেলার কালাবিবির দিঘী মোড়ের একটি কমিউনিটি সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনটি  করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, ভূমির প্রকৃত মালিক ইলিয়াস খান। ইলিয়াস বলেন, আনোয়ারা উপজেলার সদরে তাদের ক্রয়কৃত জায়গায় বিগত প্রায় ৫০ বছর ধরে গড়ে তোলা মার্কেটটি পুনঃসংস্কার করতে গেলে স্থানীয় মিলন চক্রবর্তীর ছেলে দেবাশীষ ও তাদের উত্তরসূরীরা সাম্প্রদায়িক উস্কানিদাতা কুচক্রীমহল দ্বারা প্রভাবিত হয়ে ধর্মীয় আবেগকে ব্যাবহার করে আদালতে মিথ্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবারকে বারবার হয়রানী করে, তাদের মার্কেট উন্নয়নে বাধাঁ সৃষ্টি করে আসছে।


লিখিত বক্তব্যে ইলিয়াস বলেন, বিষয়টি আদালতের মাধ্যমে অনেক আগেই মিমাংসিত। তিনি বলেন, মীমাংসিত বিষয়টি নিয়ে প্রতিপক্ষ মিলন গংরা বারবার ঘোলা পানিতে মাছ শিকার করছে । গত ১২ই জুলাই ২০০৪ ইংরেজিতে  যুগ্ন জেলা আদালত পটিয়ার আদেশক্রমে স্থানীয় সালিশকারকদের মাধ্যমে গত ১১ই এপ্রিল ২০০৫ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিশি চুক্তিপত্র রেজিষ্ট্রি হয়। যার দলিল নং ১২২৯। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ই অক্টোবর ২০০৯ ইংরেজিতে সালিশি রোয়েদাদ মূলে সালিশকারেরা যার যার অংশ তাদেরকে রেজিষ্ট্রি দলিলমূলে উভয় পক্ষকে বুঝিয়ে দেয়। যার দলিল নং ৩২২৩। এর ধারাবাহিকতায় গত ১লা জুন এওয়াজ নামা দলিল সম্পাদন হয়।যার দলিল নং ২৫৮৪। যাহার সবকিছু আনোয়ারা সাবরেজিষ্ট্রি অফিসে নথিভুক্ত আছে। 

এতকিছু দালিলিক প্রমাণ থাকা সত্বেও আমি যখনি মার্কেট এর উন্নয়ন কাজ করতে যাই।  তখনি প্রতিপক্ষরা আবার  ইসকন সংগঠনকে ব্যাবহার করে আমার কাজে বাধা সৃষ্টি করে আসছে। তাদের মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন বারবার আমাদের কাজে বাধা সৃষ্টি করে আসছে। আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকা সত্বেও বারবার আমরা হয়রানির শিকার হচ্ছি। তারা আদালতের কাছে যতবারই নিষেধাজ্ঞা চায় ততবারই বিজ্ঞ আদালতের বিচারক সমূদয় কাগজপত্র পরীক্ষানিরীক্ষা করে মিলন চক্রবর্তী গংদের আনীত অভিযোগগুলো খারিজ করে দেয়। 


সৃষ্ট হয়রানি থেকে প্রতিকার পেতে ভুক্তভোগী ইলিয়াস পরিবার সংক্ষুব্ধ হয়ে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষগণের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করেন।  সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, ইলিয়াস খান, সমাজসেবক জামাল উদ্দিন সহ অন্যান্যরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: