বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর গৃহবধুর মরদেহ উদ্ধর

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর গৃহবধুর মরদেহ উদ্ধর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী আঞ্জমান (২০)। তার বাবার বাড়ি কুষ্টিয়া ত্রিমোহনী বারখাদা এলাকায়। শনিবার (১ মার্চ) রাত একটার সময় নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির পরেও কোন সন্ধান পায়নি। সকালে কালুয়া ফকিরপাড়া এলাকার পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে বাঁধে গৃহবধু আঞ্জমানের মরদেহ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী আসিফ শেখের জন্মদিনের অনুষ্ঠান চলছিলো। সেই অনুষ্ঠানে সে স্বভাবিক ভাবে সবকিছু করেছে এরমাঝে রাত একটার দিক থেকে তাকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না। তারা প্রেম করে বিয়ে করেছেন ছয়মাস হলো বিয়ে হয়েছে। তবে মেয়েটির মানসিক সমস্যা বা উপর দোষ (জ্বীনের আছর) ছিলো বলেও জানান তারা।

স্থানীয়রা গৃহবধুর মরদেহ নদী থেকে উদ্ধারের পরে কুমারখালী থানায় খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে নারী পুলিশের সহযোগীতায় গৃহবধুর শরীর প্রাথমিকভাবে দেখে জানান তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এবিষয়ে কুমারখালী থানার (ওসি) সোলায়মান শেখ জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে কোন কিছু বুঝতে পারছি না। তবে নৌপুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। মেয়ের পরিবার এখনো কোন আইনগত ব্যবস্থার কথা জানায়নি এবং মানসিক সমস্যা ছিলো না বলেও জানান তারা।


কুষ্টিয়া/হৃদয় রায়হান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: