বুধবার, ০৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, বিবিসি নিশ্চিত করল অডিওর সত্যতা বাঁধ ভেঙে প্লাবিত ফেনী, ফের পানির নিচে লোকালয় গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী
  • ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু

    ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু
    ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ ভারতের একটি বড় অংশে তাণ্ডব চালিয়েছে ‘মিগজাউম’। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের দাপটে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে ভারতের চেন্নাইয়ে। এছাড়াও দেশটির অন্ধ্র প্রদেশে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার ৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভারতের কিছু কিছু স্থানে গভীর নিম্নচাপে পরিণত হওয়া মিগজাউমের প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। 

    নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে।

    আজ এবং আগামীকাল মিগজাউমের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আজ ভারী বৃষ্টি হতে পারে ভারতের দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা এবং দক্ষিণ উড়িষ্যা অঞ্চলে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে মিগজাউম।

    মঙ্গলবার দুপুরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। আছড়ে পড়ার সময় এর গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এর প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। আজ বৃষ্টি খানিকটা কমলেও জলমগ্ন রয়েছে অঞ্চলটির বেশ কিছু এলাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন