শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে ‘গোপন বৈঠক’: নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২২ জন গ্রেপ্তার পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়া বার্তা সংসদের উচ্চকক্ষ ১০০ আসনের, সদস্য মনোনয়ন হবে আনুপাতিক হারে পলিথিন ও শব্দ দূষণ রোধে জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর জুলাই সনদ দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা সিটি করপোরেশন সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের
  • শাহবাগে অবস্থান কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি

    শাহবাগে অবস্থান কর্মসূচি: জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই ঘোষণাপত্র ও সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তা স্থায়ী আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনের আহতরা ও শহীদ পরিবারের সদস্যরা।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড, ব্যানারসহ বিভিন্ন স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেন।

    অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা না হলে আমরা কেউ এই শাহবাগ মোড় ছাড়বো না। প্রয়োজনে আমরণ কর্মসূচি দেয়া হবে। আগামী ১ ঘণ্টার মধ্যে এর প্রতিফলন দেখতে চাই। তা না হলে শাহবাগ মোড় থেকে আমরা যমুনা অভিমুখে যেতে বাধ্য হবো।

    এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সড়কে অতিরিক্ত যানযট সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন