মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj

অভিযোগ প্রত্যাহারের আগে নিরাপত্তা চান তাসকিনের বন্ধু

অভিযোগ প্রত্যাহারের আগে নিরাপত্তা চান তাসকিনের বন্ধু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা এখন সংক্ষিপ্ত বিশ্রামে। আগামী ৬ আগস্ট শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। তবে বিশ্রামের এই সময়েই আলোচনায় উঠে এসেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

সম্প্রতি তার বিরুদ্ধে শৈশবের এক বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিতর্ক। তবে তাসকিন নিজেই ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, তাকে হেয় করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।

তাসকিন আরও জানান, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের গুজব ছড়াতে না পারে।

কিন্তু ভিন্ন কথা বলছেন তাসকিনের ছোট বেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। তবে নিজের জীবনের সুরক্ষা পেলেই তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিবেন বলে জানিয়েছেন সৌরভ।

সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

সৌরভ বলেন, আমি তো তাসকিনের ছোট বেলার বন্ধু। আমিও চাই না তার ক্যারিয়ার হ্যাম্পার হোক। সে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের। বাট নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি; বাট আমি চাই না বাইরের মানুষ জিনিসগুলো নিয়ে কথা বলুক। তারপরেও এটা আউট অব দ্য লাইন হয়ে যাওয়ায় আমার নিজস্ব নিরাপত্তা কারণে এই পদক্ষেপ নিতে হইছে। 

তাসকিনের বিপক্ষে অভিযোগ তুলে নেওয়া নিয়ে তিনি বলেন, আমি উইথড্রো তো করবোই, আমি তো কেইস করি নাই; আমি জাস্ট অভিযোগ করেছি। না হলে তো আমি কেইস করতে পারতাম। এটা হয়তো এভাবে সামনে না এসে আরও খারাপভাবে আসতে পারতো। ওইটা আমি হ্যান্ডেল করছি, আমি তাজিমের (তাসকিন) কথা চিন্তা করেই হ্যান্ডেল করছি। বাট আমি যেন নিরাপদ থাকতে পারি ওরকম নিশ্চয়তা আমাকে দিতে হবে।

জিডি অনুযায়ী সৌরভের দাবি, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ