মিরপুরে বদলার ম্যাচ, এবার জবাব বাংলাদেশের


চলতি বছরের মে-জুনে বাংলাদেশের পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল। তবে সিরিজ শুরুর আগে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ম্যাচ সংখ্যা কমিয়ে তিনে আনা হয়। লাহোরে একটি মাত্র ভেন্যুতে অনুষ্ঠিত তিনটি ম্যাচেই স্বাগতিকরা সহজেই হারিয়ে দেয় সফরকারী বাংলাদেশকে।
মাত্র দুই মাসের ব্যবধানে এবার বদলে গেছে চিত্র। ঘরের মাঠে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এখন টাইগারদের সামনে ঐ হোয়াইটওয়াশের শোধ তুলবার সুবর্ণ সুযোগ। সিরিজের শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই সেই পুরনো ক্ষত মুছে ফেলতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
ইতিমধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বহুম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এখন সামনে ইতিহাস গড়ার হাতছানি—ধবলধোলাইয়ের মাধ্যমে সিরিজ শেষ করার সুযোগ।
মিরপুরে প্রথম দুই ম্যাচই ছিল কম রান তাড়া বা রক্ষা করার লড়াই। উভয় ম্যাচেই বাংলাদেশ নিয়ন্ত্রিত ও সাহসী ক্রিকেট খেলেছে, বিশেষ করে বোলাররা ছিলেন দুর্দান্ত।
প্রথম ম্যাচে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১১০ রানে, ১৯.৩ ওভারে। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ ২৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ৭ উইকেট হাতে রেখে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে অলআউট হয় ১৩৩ রানে। জবাবে পাকিস্তানও লড়াই করলেও শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে গিয়ে ৮ রানে ম্যাচ ও সিরিজ দুটোই হারায়। ফলে তৃতীয় ম্যাচটি এখন মর্যাদার লড়াই—বাংলাদেশ চাইবে হোয়াইটওয়াশ করতে, আর পাকিস্তান মরিয়া হবে সেটি ঠেকাতে।
এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স নজরকাড়া। একসময় ধারাবাহিক হারে সমালোচনার মুখে থাকলেও এখন দল হিসেবে গুছিয়ে উঠেছে টাইগাররা।
শ্রীলঙ্কায় সিরিজ জয় ছিল বড় মাইলফলক, যেখানে প্রথম ম্যাচে হারার পর পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও, দলের আত্মবিশ্বাসে তার প্রভাব পড়েনি।
বাংলাদেশ এর আগেও টি-টোয়েন্টি সিরিজে একাধিক দলকে হোয়াইটওয়াশ করেছে—আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দল সেই তালিকায় রয়েছে। এবার সেই তালিকায় পাকিস্তানকে যুক্ত করার হাতছানি লিটন দাসের দলের সামনে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল।
