শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • ফিফা প্রকাশ করলো ইসরায়েলকে নিষিদ্ধ না করার যুক্তি

    ফিফা প্রকাশ করলো ইসরায়েলকে নিষিদ্ধ না করার যুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি গাজা হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর থেকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার কাছে একই দাবি জানিয়েছে।

    উয়েফা কিছুটা আগ্রহ দেখালেও এতদিন চুপ ছিল ফিফা। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে ইসরায়েলকে নিষিদ্ধ করার নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন, যা জানা দরকার
    তিনি বলেন, যারা ভোগান্তির মধ্যে আছেন, আমাদের ভাবনা তাদের সঙ্গে। এখন ফুটবল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে শান্তি ও ঐক্যের। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে ফুটবলকে বিশ্বব্যাপী ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। 

    এদিকে উয়েফার দিলে বল ঠেলে দিয়েছেন ফিফা ভাইস-প্রেসিডেন্ট ভিক্টর মনটাগলিয়ানি। তিনি বলেন, ইসরায়েল যেহেতু উয়েফার সদস্য, তাই মূল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যেই ঘোষণা করেছে, ইসরায়েলের অংশগ্রহণ ঠেকাতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা লড়বে।

    বর্তমানে ইসরায়েলের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উয়েফার গ্রুপে খেলছে। তারা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে নরওয়ে। অন্যদিকে মাকাবি তেল আবিব ইউরোপা লিগেও অংশ নিচ্ছে।

    জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত গণহত্যার পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড ইসরায়েল গাজায় চালিয়েছে বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। যদিও ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি ‘বিকৃত ও মিথ্যা’ এবং তারা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন