মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
২রা আগস্ট শনিবার রাতে গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সিংগারবিল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়াবাদী গ্রামের সাচ্চু মিয়ার ছেলে মোঃ মোশাররফ হোসেন ও তাহার সহযোগী একেই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে আলমগীর হোসে।
তাদের হেফাজত থেকে চুড়া, ক্রিস, রাম দা, সুইস পিয়ার সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও এক কেজি গাঁজা পাওয়া যায়।
বিজয়নগর থানার ইন্সপেক্টর তদন্ত অমিতাভ দাস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার সিংগারবিল ইউনিয়নের নয়াবাদী থেকে যুবলীগ নেতা মোঃ মোশাররফ হোসেন ও তাহার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন