সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • মহেশখালীতে যুবদল নেতার চিংড়িঘের গুড়িয়ে দিয়েছে বনবিভাগ 

    মহেশখালীতে যুবদল নেতার চিংড়িঘের গুড়িয়ে দিয়েছে বনবিভাগ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় প্যারাবনের সৃজিত বাইন গাছ কেটে বনের জমিতে বিএনপির নেতা আমান উল্লাহর নেতৃত্বে গড়ে তুলতে যাওয়া চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।

    রবিবার (৩ আগষ্ট) উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া বিটের ঘটিভাঙ্গা সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

    চট্টগ্রাম  বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম ও সহকারী বন সংরক্ষক কক্সবাজারের নির্দেশে গোরকঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে বিট কর্মকর্তা বড়দিয়া, বিট কর্মকর্তা ঘটিভাঙ্গা, বিট কর্মকর্তা ঝাপুয়া সহ সকল বিটের স্টাফ  ও  অর্ধশতাধিক লেবার নিয়ে বনের চরে গড়ে তুলা বাঁধ কেটে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

    বিকেল ৫টার সময় গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগ। 

    বন বিভাগ জানান, ওই এলাকায় প্যারাবনের বাইন গাছ কেটে ও অবৈধ ভাবে চিংড়ি ঘের করার সাথে সরাসরি জড়িত রয়েছে বড় মহেশখালীর বাসিন্দা যুবদল নেতা আমান উল্লাহ তার আস্থাভাজন বিএনপির নেতার নির্দেশে লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আবদুল গফুর, আবু বক্কর,  আবু সৈয়দ ভেট্টাসহ একটি সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে ৫০ একর বনভূমির বাইন গাছ কেটে চিংড়ি ঘের করার চেষ্টা করছিল। মহেশখালী বন বিভাগের লোকজন খবর পেয়ে অভিযান পরিচালনা করে জবর দখল মুক্ত করেছে। 


    এ বিষয়ে গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন