সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • সাজে রাজকীয় ছাপ, বধূরূপে চমকে দিলেন নুসরাত ফারিয়া

    সাজে রাজকীয় ছাপ, বধূরূপে চমকে দিলেন নুসরাত ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নুসরাত ফারিয়া বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। চলতি বছর 'জিন ৩' মুক্তি পায় অভিনেত্রীর। তবে সিনেমাটি দর্শকের আগ্রহের জায়গায় পৌঁছাতে না পারলেও আইটেম গান ‘কন্যা’ ব্যাপক সাড়া ফেলে। এবার তিনি বধুবেশে হাজির হয়েছেন তার ফেসবুক ভিডিওতে।

    গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলেও যান তিনি। তবে দ্রুত জামিন পেয়ে যান; আর আগের মতোই স্বাভাবিক জীবনযাপন শুরু করেন ফারিয়া।  

    ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের সঙ্গেই ভাইরাল।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক। সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।

    এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।

    ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।
     
    বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর একে একে ক্যারিয়ার গড়েন রেডিও জকি, মডেল, অভিনেত্রী হিসেবে। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন