স্বপ্ন হলো সত্যি, জাতীয় পুরস্কার জয়ে আবেগাপ্লুত শাহরুখ


বলিউড বাদশা শাহরুখ খান, ৩৩ বছরের ক্যারিয়ারে ঝুলিতে জমা হয়েছে অনেক সুপার হিট সিনেমা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’এর মত সিনেমা দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরা ছিল শাহরুখের জন্য। অবশেষে ২০২৫ সালে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন তিনি।
এদিকে, ৩৩ বছরের ক্যারিয়ারে শাহরুখের হাতে উঠছে প্রথমবার জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জাওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুরস্কার ঘোষণার পর, শাহরুখ সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেন। যেখানে তিনি কৃতজ্ঞতা জানান তার ভক্ত, ছবির পুরো টিম, পরিবার এবং সহকর্মীদের প্রতি।
তিনি বলেন, আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা মনে করেছেন আমি এই সম্মানের যোগ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নিজের সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি আমার সকল পরিচালক ও চিত্রনাট্যকারদের ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ২০২৩ সালের জন্য। ধন্যবাদ রাজু স্যার, ধন্যবাদ সিড আর বিশেষ করে ধন্যবাদ অ্যাটলি স্যার এবং তার দলকে। ‘জওয়ান’ সিনেমায় আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য।
ভিডিও বার্তায় সুপারস্টার অভিনেতা তার টিম ও পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেননি।
তিনি বলেন, আমি আমার টিম এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, যারা নিরলস পরিশ্রম করেন। যার ফলে আমি বাস্তবে যতটা না, তার চেয়েও অনেক ভালোভাবে পর্দায় উপস্থাপিত হই। তাদের ছাড়া এই পুরস্কার পাওয়া কখনই সম্ভব হতো না।
শাহরুখ তার স্ত্রী গৌরী এবং আরিয়ান, সুহানা ও আব্রামের উদ্দেশে বলেন, আমার স্ত্রী ও সন্তানেরা গত কয়েক বছরে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, মনে হয় যেন আমি এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে। ওঁরা সব সময় আমার সফলতা চায়। ওঁরা জানে সিনেমার প্রতি আমার পাগলপনা আমাকে ওদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, তবুও ওঁরা হাসিমুখে সেটা মেনে নেয়।
ভিডিও বার্তায় জাতীয় পুরস্কার নিয়েও কথা বলেছেন তিনি। শাহরুখের কথায়, জাতীয় পুরস্কার শুধু কৃতিত্বের প্রতীক নয়। এটা আমাকে বলতে থাকে কঠোর পরিশ্রম করে যাও। নতুন কিছু সৃষ্টি করতে থাকো এবং সিনেমাকে ভালোবাসো। আমি এই স্বীকৃতিকে আমার গন্তব্য হিসেবে নয় বরং সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে নেব। এই পুরস্কার আমাকে মনে করিয়ে দেয়, অভিনয় শুধুমাত্র একটি পেশা নয়। পর্দায় সত্যকে তুলে ধরার গুরুদায়িত্ব কাঁধে এসে পড়ল।
এই সম্মানের জন্য ভারত সরকার ও কোটি কোটি ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, তোমাদের সব উল্লাস আর ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার কথা শুনতে মোবাইলের স্ক্রল থামিয়ে দেওয়ার জন্যও ধন্যবাদ। এই পুরস্কার তোমাদের জন্য।
সাম্প্রতিক চোটের কারণে ডান হাতে স্লিং বাঁধা অবস্থায় ভিডিওতে উপস্থিত হন শাহরুখ। তিনি বলেন, আমি চেয়েছিলাম আমার দুই হাত মেলে ভালোবাসা ছড়িয়ে দিতে কিন্তু এখন একটু অসুস্থ অবস্থায় আছি। তবে চিন্তা কোরো না! শুধু পপকর্ন রেডি রেখো আমি আবার আসছি সিনেমা হলে। খুব শিগগিরই পর্দায় ফিরে আসব।
ভিডিওর শেষে তার চেনা সেই দুই হাত মেলার ভঙ্গিমায় দাঁড়ালেন। যদিও দুই হাতই প্রসারিত করতে পারেননি।
দৈএনকে/জে, আ
