রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে নতুন আলোচনায় সালমান খান


মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই বলিউড সুপারস্টার সালমান খানের একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, বলিউডের ‘ভাইজান’ এবার রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। যদিও সালমান খান এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি, তবে তার পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। রাজনীতিতে তার প্রবেশ ঘটলে সেটা হতে পারে বলিউড এবং মহারাষ্ট্র রাজনীতির জন্য বড় চমক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতি সালমান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন। অ্যানিমেটেড ওই ছবিতে সালমানের মুখ দেখা না গেলেও, তার হাতে থাকা বিখ্যাত নীল ব্রেসলেটটি সহজেই চেনা যায়।
ছবিতে তাকে হাতজোড় করে একজন রাজনীতিবিদদের মতো পোজ দিতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ এই পোস্টের পরপরই জল্পনা শুরু হয়, সালমান কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন?
তবে ভক্তদের সেই কৌতূহল বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই জানা যায়, সালমানের এই রহস্যময় পোস্ট আসলে তার আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। জিও হটস্টার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘বিগ বস ১৯’ -এর একটি টিজার প্রকাশ করেছে, যেখানে সালমানকে ঠিক একই পোশাকে দেখা গেছে।
টিজারে সালমানকে বলতে শোনা যায়, ‘বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এই ঘোষণা নিশ্চিত করে যে, সালমান কোনো রাজনৈতিক ময়দানে নামছেন না, বরং 'বিগ বস'-এর নতুন সিজনে নতুন চমক নিয়ে আসছেন।
প্রসঙ্গত, আগামী ২৪ আগস্ট থেকে জিও হটস্টার এবং কালার্সে ‘বিগ বস ১৯’ সম্প্রচারিত হবে। জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০:৩০টায় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তবে এবারের শোতে কোন কোন তারকা প্রতিযোগী হিসেবে থাকছেন, তা এখনও গোপন রাখা হয়েছে।
