মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • নবীনগরে জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত

    নবীনগরে জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়ন প্রক্রিয়াকে গতিশীল করতে একদিনের বিশেষ ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, গত ৮ জুলাই ইউনিয়ন পরিষদের নিয়মিত চেয়ারম্যান জনাব রবিউল এর অনুপস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নবাসীর নাগরিক সেবা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুরু হয়েছে নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ইস্যু কার্যক্রম।

    বিশেষ করে জিনদপুর ইউনিয়নের অন্তর্গত অন্যতম বৃহৎ বানিজ্যিক কেন্দ্র বাঙরা বাজার এলাকায় শত শত ব্যবসায়ী রয়েছেন, যারা প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ভোগান্তিতে পড়েন। এবার সেই দুর্ভোগ দূর করতে একদিনের এই বিশেষ মেলার আয়োজন করা হয়।

    বাঙরা বাজারের কৃষি পণ্য ব্যবসায়ী জীবন মিয়া বলেন, "এই প্রথমবার এমন উদ্যোগ দেখলাম। আগে অনেক সময় নষ্ট হতো, ভোগান্তিও ছিল। এখন খুব সহজেই লাইসেন্স পেয়েছি। এজন্য ইউনিয়ন প্রশাসনকে ধন্যবাদ জানাই।"

    ইউনিয়ন প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, "নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। যেহেতু জুলাই মাস ট্রেড লাইসেন্স হালনাগাদের সময়, তাই ব্যবসায়ীদের সেবা সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"

    উল্লেখ্য, একদিনের এই মেলায় উপস্থিত সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন