মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • বাংলাদেশের ব্যাটিংয়ে ‘পাওয়ার হিটিং’ যুগের শুরু, আসছেন ইংলিশ কোচ

    বাংলাদেশের ব্যাটিংয়ে ‘পাওয়ার হিটিং’ যুগের শুরু, আসছেন ইংলিশ কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে ‘পাওয়ার হিটিং’ দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। এই বিভাগেই দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই ঘাটতি পূরণে এবার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ব্যাটসম্যানদের মারমুখী শট খেলার দক্ষতা বাড়াতে বিশ্বখ্যাত ইংলিশ কোচ জুলিয়ান উডকে দায়িত্ব দিচ্ছে বিসিবি। তিনি বিশেষভাবে পাওয়ার হিটিংয়ের ওপর কাজ করে থাকেন এবং ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন।

    বিসিবির এই সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের আক্রমণাত্মক মানসিকতা গঠনে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী আগস্টেই তিন সপ্তাহের জন্য ঢাকায় আসছেন জুলিয়ান উড। সেপ্টেম্বরের এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ব্যাটারদের সঙ্গে কাজ করবেন তিনি। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই ইংলিশ কোচের।

    উল্লেখ্য, চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাদের মতো ব্যাটারদের আরও ধারালো করতেই এমন উদ্যোগ বিসিবির।

    এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হিসেবে কাজ করেছিলেন জুলিয়ান উড। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনিও বিষয়টি নিশ্চিত করে বলেন, "হ্যাঁ, আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলেছি। আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি। যদিও এখনো চূড়ান্ত নয়, তবে আশা করছি হয়ে যাবে।"

    তিনি আরও বলেন, "সাদা বলের ক্রিকেটে এখন বল স্ট্রাইকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য থাকবে খেলোয়াড়দের নিজেদের শক্তি চিনে তা কার্যকরভাবে কাজে লাগানোর পদ্ধতি শেখানো। আমি এই সফরের জন্য খুবই উচ্ছ্বসিত।"

    উল্লেখযোগ্য যে, ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে বিপ্লব আনার নেপথ্য কারিগরদের একজন ধরা হয় উডকে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

    এছাড়া বিসিবি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগেরও চিন্তা করছে। ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতেই এই সিদ্ধান্ত। 

    এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানান, "আমরা চাই মানসিক প্রস্তুতির জন্য একজন স্পোর্টস সাইকোলজিস্ট থাকুক। সঙ্গে একজন স্থানীয় সহকারী রাখারও পরিকল্পনা রয়েছে, যাতে ভাষাগত জটিলতা না থাকে।"

    জানা গেছে, এ পদে ডেভিড স্কটকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি। এর আগে তিনি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। টাইগারদের পাওয়ার হিটিংয়ে এই উদ্যোগ বাংলাদেশের টি-টোয়েন্টি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশাবাদী ক্রিকেট বিশ্লেষকরা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন