বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই বিভাগের খেলা শেষে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সিভিল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন তারা।

সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান সৌরভ বলেন, ‘আমাদের ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এমনকি শিক্ষকদের ওপরে অতর্কিতভাবে হামলার ঘটনায় আমরা এর সঠিক বিচার চাই। আমরা হামলার বিচার না হওয়া পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ধররেন ক্লাস-পরীক্ষা বর্জন করছি এবং এই টুর্নামেন্টকেও বয়কট করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে সিএসই বিভাগের একক আধিপত্য ভেঙে দিতে হবে।’

জানা যায়, বুধবার ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের খেলায় সিএসই বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে বিজয়ী হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলা শেষ হওয়ার পর সিএসই বিভাগের শিক্ষার্থীদের ওপর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অতর্কিতভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে খেলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এগিয়ে গেলে তাদের উপরেও হামলা চালানো হয়। এসময় দুই বিভাগের কয়েকজন শিক্ষকদের সাথেও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

খেলার দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক জানায়, ‘আমরা আমাদের টিমের সাথেই ছিলাম এবং টিমকে কন্ট্রোল করছিলাম। ওরা হঠাৎ করে আমাদের উপরে হামলা করে। হামলা করার পর আমরা বাঁধা দিতে গেলে সিএসই বিভাগের কয়েকজন আমাদের বুকে ঘুষি দেয় এবং গলা চেপে ধরে। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তারা শিক্ষকদের গায়েও আঘাত করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছে ঘটনার বিস্তারিত বিষয়ে একটি লিখিত অভিযোগ চেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিএসই বিভাগের চেয়ারম্যান মো. তাহজিব উল ইসলাম বলেন, ‘আমি সঠিক কারণ জানিনা কি নিয়ে ঘটনার সুত্রপাত। তবে আমরা লিখিত অভিযোগ চেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন