বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

আরব আমিরাতে দুবাই কনসাল জেনারেল এর সাথে ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যান এর সাক্ষাৎ

আরব আমিরাতে দুবাই কনসাল জেনারেল এর সাথে ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যান এর সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার (Fujairah Chamber of Commerce & Industry)-এর চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আল সারকি-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই উত্তর আমিরাত এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

গত মঙ্গলবার ১৫ জুলাই ২৫ দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বিষয়ে উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান শেখ সাঈদ সারকি, কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও ফুজাইরাহ-র ব্যবসায়ীদের মাঝে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তাঁর চেম্বারের সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেন। ফুজাইরাহ-র সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে তাঁর চেম্বার যথাযথ ভুমিকা রাখবে বলেও চেয়ারম্যান শেখ সাঈদ সারকি জানান। ফুজাইরাহ-র অবস্থানগত সুবিধার কথা উল্লেখ করে সারকি ফুজাইরাহ ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ও নৌপথে জাহাজ চলাচল-এর সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল রাশেদুজ্জামান, বাংলাদেশে বর্তমানে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন এবং ফুজাইরাহ-র ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানান। এ প্রেক্ষিতে, তিনি বাংলাদেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ ফুজাইরাহ হতে বিনিয়োগের বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। কনসাল জেনারেল, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী পণ্য বিশেষ করে তৈরী পোষাক, পাট ও পাটজাত দ্রব্য, ঔষধ, চামড়া ও কৃষিজাত পণ্য আমদানীর ব্যাপক সুযোগ রয়েছে বলে চেয়ারম্যান শেখ সাঈদ সারকি-কে অবহিত করেন।

এ লক্ষ্যে, কনসাল জেনারেল রাশেদুজ্জামান, চেয়ারম্যান শেখ সাঈদ সারকি-কে তাঁর নেতৃত্বে ফুজাইরাহ হতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়াও, তিনি ফুজাইরাহ-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ফুজাইরাহ চেম্বারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ফুজাইরাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে চেম্বারের ভাইস চেয়ারম্যান সরুর হামাদ ওবাইদ হামাদ জউহারি, বোর্ড সদস্য আহমেদ জাহের আলমাদানি, ডিরেক্টর জেনারেল সুলতান জামেই আল হিনদাসি এবং বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন