বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Natun Kagoj

বাজিতপুরে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস

বাজিতপুরে  ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ  করে ধ্বংস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার কারেন্ট ও চায়না/ম্যাজিক জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে পরিচালিত অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলচিয়া বাজারের একাধিক গুদাম থেকে ৬৪ বস্তা কারেন্ট জাল (দৈর্ঘ্য প্রায় ১২৪০০ মিটার, মূল্য প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা) এবং প্রায় ১ হাজার ৫০ পিস চায়না/ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬ হাজার ২৫০ মিটার, মূল্য আনুমানিক ৪২ লাখ টাকা) ধ্বংস করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৯২ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, এই অভিযান ছিল আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টার পর নদীপাড়ের খোলা স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। রাত সাড়ে ১২টায় পুড়িয়ে ধ্বংসের কাজ শেষ হয়। এই জালগুলো নদীতে নামলে হাওরের মাছের উৎপাদনে চরম ক্ষতি হতো।

জেলা মৎস্য বিভাগ জানায়, অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। ফলে নদী ও হাওরে মাছের প্রাচুর্য ভয়াবহ হুমকিতে পড়েছে। হাওরের মাছ রক্ষায় মৎস্য বিভাগের এমন অভিযান অব্যহত থাকবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন