শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • ‘অপারেশন সিঁদুর’-এ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত

    ‘অপারেশন সিঁদুর’-এ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের যুদ্ধবিমান ক্ষতির খবর অবশেষে স্বীকার করলো দেশটির সামরিক বাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত এ সংঘাতে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে বলে জানান ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।

    শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে শ্যাংরি-লা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, “সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো—কেন সেই বিমানগুলো ভূপাতিত হলো, কী ভুল হয়েছিল এবং কীভাবে তা সংশোধন করে আমরা সফলভাবে পাল্টা হামলা চালিয়েছি।”

    তিনি আরও জানান, সংঘাতে কৌশলগত কিছু ভুল ছিল, যেগুলো চিহ্নিত করে সংশোধনের পর ভারত আবার দূরপাল্লার সফল হামলা পরিচালনা করে।

    এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, তার দেশের সেনাবাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এতদিন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এবার প্রথমবারের মতো ভারত বিমান হারানোর বিষয়টি আংশিকভাবে স্বীকার করলো।

    গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

    চার দিন ধরে চলা ওই সংঘাতে উভয় পক্ষ ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। বিশ্লেষকদের মতে, এটি গত পাঁচ দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক মুখোমুখি সংঘর্ষ।

    পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে এক প্রশ্নে জেনারেল চৌহান বলেন, “প্রচলিত যুদ্ধ আর পারমাণবিক যুদ্ধের মধ্যে এখনো ফাঁক রয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ চ্যানেল খোলা ছিল, এবং আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।”

    তিনি আরও দাবি করেন, চীন থেকে পাকিস্তানের সামরিক সহায়তা কার্যকর হয়নি। বরং ভারত ৩০০ কিলোমিটার দূরে পাকিস্তানের বিমান ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে।

    বর্তমানে ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক প্রচারে ব্যস্ত। তবে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। জেনারেল চৌহান জানান, এ অবস্থা পাকিস্তানের ভবিষ্যৎ আচরণের ওপর নির্ভর করবে এবং ভারত তার ‘রেড লাইন’ স্পষ্ট করে দিয়েছে।


    সূত্র: ব্লুমবার্গ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন