শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • ৩১তম এভারেস্ট জয় করে নেপালি শেরপার রেকর্ড

    ৩১তম এভারেস্ট জয় করে নেপালি শেরপার রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩১তম বার আরোহণ করে নিজের গড়া আগের রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। মঙ্গলবার (২৭ মে) তিনি ৩১ তম বারের মতো এভারেস্টে আরোহণ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    ৫৫ বছর বয়সী কামি রিতা ঐতিহ্যবাহী দক্ষিণ-পূর্ব রিজ রুট ব্যবহার করে ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) উচ্চতায় পৌঁছান। তিনি এ সময় ২২ সদস্যের একটি ভারতীয় সেনা দলকে গাইড করছিলেন। কর্মকর্তারা জানান, আরও ২৭ জন শেরপা এই দলে অংশ নিয়েছিলেন।

    সেভেন সামিট ট্রেকস কোম্পানির হয়ে কামি রিতা কাজ করেন। কোম্পানির পরিচালক পাসাং ফুরবা বলেন, ‘তিনি অত্যন্ত উৎসাহী একজন পর্বতারোহী।’

    কামি রিতা প্রথমবার এভারেস্টে আরোহণ করেন ১৯৯৪ সালে। এরপর থেকে তিন বছর বাদে প্রতি বছরই তিনি এভারেস্টে আরোহণ করেছেন। ওই তিন বছর কর্তৃপক্ষ বিভিন্ন কারণে পাহাড়ে আরোহণ নিষিদ্ধ করেছিল।

    ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার মাউন্ট এভারেস্ট আরোহণের পর থেকে এ পর্যন্ত ৮,০০০ এর বেশি মানুষ এভারেস্টে আরোহণ করেছেন।

    কামি রিতার পর সর্বাধিক আরোহণকারী দ্বিতীয় শেরপা হলেন পাসাং দাওয়া। তিনি ২৯ বার এভারেস্টে আরোহণ করেছেন। শেরপা নন এমন আরোহণকারীদের মধ্যে সর্বোচ্চ ১৯ বার এভারেস্ট জয়ের রেকর্ডটি ব্রিটিশ গাইড কেনটন কুলের। এর পরে রয়েছেন আমেরিকান পবর্তারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন। দুজনেই ১৫ বার করে এভারেস্টে উঠেছেন।

    বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নেপাল। দেশটিতে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টি অবস্থিত। দেশটি বিদেশি মুদ্রা অর্জনের জন্য পর্বতারোহণ, ট্রেকিং ও পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

    বিদেশি পর্বতারোহীদের এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গে গাইড করা বহু শেরপা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

    কর্তৃপক্ষ জানায়, এ বছরের মার্চ থেকে মে মাস- এভারেস্ট আরোহণ মৌসুমে ৪৬৮ জন পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে তিনশোর বেশি পর্বতারোহী ও শেরপা শৃঙ্গে পৌঁছেছেন।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন