রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি ওড়ার আগেই আগুন, ১৭৩ যাত্রী নিয়ে রক্ষা পেল যাত্রীবাহী বিমান
  • ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত ২৬ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ নিহত ২৬ ফিলিস্তিনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। আল জাজিরা চিকিৎসা সূত্রের বরাতে জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ।

    বার্তাসংস্থার তথ্যমতে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় নিহত হন এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান।

    গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি ও তার ছেলে নিহত হন। শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।

    খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় আসদা শহরের কাছে দুটি পৃথক তাঁবুতে হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। একই এলাকায় একটি পৃথক তাঁবুতে হামলায় আরও এক শিশু প্রাণ হারায়। একটি সাইকেলে চালানো ড্রোন হামলায় এক তরুণ নিহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয় এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হন।

    এছাড়া, খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন এবং গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হন, যাদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।

    অন্যদিকে, গাজার আল-তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে। পাশাপাশি, জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে দুজন আহত হয়েছেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ