মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে জনদুর্ভোগ

    যোগাযোগ বিচ্ছিন্ন ফুলতলা-সমাই বাজার সড়ক

    যোগাযোগ বিচ্ছিন্ন ফুলতলা-সমাই বাজার সড়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা রোডের সমাই বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ওই অঞ্চলের মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। মূল সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় জুড়ী ও ফুলতলা এলাকার হাজারো মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটেছে।

    ঘটনাটি ঘটে গত ১০ মার্চ, বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইটবোঝাই ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ভারে ব্রিজটি ভেঙে নিচে পড়ে যায়। ফলে জুড়ী-ফুলতলা সংযোগ সড়ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজ ভেঙে যাওয়ার ফলে স্থানীয়রা বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা দীর্ঘ ও কষ্টসাধ্য। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ব্রিজটির অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অতিরিক্ত ভারবাহী যানবাহন চলাচলের কারণেই ব্রিজটি ধসে পড়েছে বলে তারা মনে করেন।

    বিশেষ করে আগামী সপ্তাহে হযরত শাহ নিমাত্রা (রঃ) আলাইহির তিন দিনব্যাপী বাৎসরিক ওরসকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের আগমন প্রত্যাশিত। তার আগেই এই ব্রিজ ভেঙে পড়ায় এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

    স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, “ব্রিজটি অনেক পুরোনো, আমরা আগেও বলেছিলাম নতুন ব্রিজ দরকার। এখন এই ওরসের সময় সামনে রেখে যেভাবে ব্রিজ ভেঙে গেল, তাতে মানুষকে অনেক কষ্টে পড়তে হবে।”

    এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা প্রকৌশলী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং ব্রিজ পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    স্থানীয়রা দ্রুত অস্থায়ী সেতু বা বিকল্প যাতায়াত ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে অন্তত ওরসের সময় আগত ভক্তরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।


    নতুন/কাগজ/মাছুম/জুড়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন