বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ১৩ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে তুরস্ক চালু করলো প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘টাইফুন ব্লক-৪’ আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোন ইচ্ছা নেই: আইএসপিআর জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের জোর গুঞ্জন বাংলাদেশের ক্রান্তিলগ্ন: স্থিতিশীলতা ও সংস্কারের সন্ধিক্ষণে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ‘ওয়াকআউট’ পদত্যাগ ইস্যুতে ‘সরকার বললে চলে যাব’: শিক্ষা উপদেষ্টা ব্যাংক হিসাব স্থগিত, বিলাসবহুল গাড়ি জব্দ, কর ফাঁকি ও অর্থপাচার! কে এই শরীফ জহির? মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের তালিকা তৈরিতে তদন্ত কমিটি গঠন ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ: শক্তি প্রদর্শনের কৌশলগত পদক্ষেপ
  • চেয়ারম্যানের সমালোচনা করায় ২ নেতাকে বহিষ্কার জাপার

    চেয়ারম্যানের সমালোচনা করায় ২ নেতাকে বহিষ্কার জাপার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করায় দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী। 

    রোববার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। 

    তিনি বলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে এই দুইজনকে বহিষ্কার করেছেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে। 

    এর আগে বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এই দুই নেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সমালোচনা করেন। পাশাপাশি মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়েও বিতর্কিত কথা বলেন। 

    এর আগে দলের কো-চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে বহিষ্কার করে জাপা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন