বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

গাজা যুদ্ধের ১০০ দিন : উভয়পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি

গাজা যুদ্ধের ১০০ দিন : উভয়পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই ১০০ দিনে প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।

গত ২৪ ঘণ্টায়ই ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১২৫ ফিলিস্তিনি। আহত হয়েছে আরো ২৬৫ জন।

গাজায় ইসরাইলি হামলার শততম দিবস উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দ্রুত এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

শত দিন ধরে চলা ইসরাইলি আগ্রাসনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ২০ লাখ মানুষ। ২৩ লাখ গাজাবাসীর প্রায় ৮৫ শতাংশই হারিয়েছে তাদের সর্বস্ব।

ধ্বংস করা হয়েছে গাজার প্রায় ৩ লাখ ৫৯ হাজার ঘরবাড়ি।

ইসরাইল জানিয়েছে, তারা গাজার প্রায় ৩০ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ২ হাজার ৩০০ ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করেছে।

ইসরাইলি অভিযান অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিমতীরেও।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্যমতে, গত ১০০ দিনে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিমতীর থেকে ৫ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩৫৫টি শিশু ও ২০০ নারী রয়েছে।

গ্রেফতার ফিলিস্তিনিদের মারাত্মকভাবে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অন্তত ছয়জন ফিলিস্তিনি বন্দী ইসরাইলি হেফাজতে মৃত্যুবরণ করেছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, তারাও দখলদারদের বিরুদ্ধে কয়েক শ’ অভিযান চালিয়েছে। ধ্বংস করেছে সহস্রাধিক সামরিক যান।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় তাদের ১৮৭ জন সেনা সদস্য নিহত হয়েছে। স্থল অভিযান শুরুর পর থেকে ১ হাজার ১০৬ জন সেনা সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে ২৪০ জনের অবস্থা গুরুতর।

দীর্ঘদিনের হামলা, হয়রানি ও বাস্তুচ্যুত করার প্রতিবাদে ৭ অক্টোবর ইসরাইলে সরাসরি ঢুকে পড়েছিল হামাসের যোদ্ধারা। সে আক্রমণে নিহত হয়েছিল প্রায় ১৪০০ ইসরাইলি।

গাজায় নিহত প্রায় ২৪ হাজার ফিলিস্তিনির মধ্যে ৯ হাজারের মতো ফিলিস্তিনি যোদ্ধাও রয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলের দাবি নিহত যোদ্ধাদের মধ্যে ১৯ জন মেজর জেনারেল ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে।

ইসরাইল আরো জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজা থেকে প্রায় ৯ হাজার, লেবানন থেকে প্রায় ২ হাজার এবং সিরিয়া থেকে প্রায় ৩০টি রকেট ইসরাইলে নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই দিনের শুনানি শেষে এ বিষয়ে রায় অপেক্ষমাণ রেখেছে সে আদালত।


আল জাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: