সরকার গোটা জাতিকে ধোঁকা দিয়েছে: রিজভী


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন।
আজ সকাল ১১টায় গুলশান ১ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বার বার কর্তৃত্ববাদী এ দু:শাসন তারা আর মানবে না। এর বিরুদ্ধে সবাই আজ রুখে দাঁড়ান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোঃ রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়ালসহ নেতৃবৃন্দ।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন