বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ১৩ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে তুরস্ক চালু করলো প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘টাইফুন ব্লক-৪’ আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোন ইচ্ছা নেই: আইএসপিআর জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের জোর গুঞ্জন বাংলাদেশের ক্রান্তিলগ্ন: স্থিতিশীলতা ও সংস্কারের সন্ধিক্ষণে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ‘ওয়াকআউট’ পদত্যাগ ইস্যুতে ‘সরকার বললে চলে যাব’: শিক্ষা উপদেষ্টা ব্যাংক হিসাব স্থগিত, বিলাসবহুল গাড়ি জব্দ, কর ফাঁকি ও অর্থপাচার! কে এই শরীফ জহির? মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের তালিকা তৈরিতে তদন্ত কমিটি গঠন ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ: শক্তি প্রদর্শনের কৌশলগত পদক্ষেপ
  • ১০ জানুয়ারি ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

    ১০ জানুয়ারি ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।

    এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

    এছাড়াও তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ি বলে অভিযোগ করেন তিনি।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা। অন্যদিকে লাঙ্গল নিয়ে ভোটে পাশ করতে পেরেছেন ১১ জন। আসন জয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের পরে কোনো দল হিসেবে যা দ্বিতীয়।

    এছাড়া, নাটকীয়তার মধ্য দিয়ে ভোটে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো আসনে জয় পেলো কল্যাণ পার্টির কোনো প্রার্থী। নির্বাচনে লড়া বাকি ২৩ দলের কেউই জয় পাননি।

    এবারের ভোটে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪৩৬ জন। তাদের মধ্যে ৬২ জন হেসেছেন। এখন পর্যন্ত যা কোনো সংসদ নির্বাচনে সর্বোচ্চ। বাকি ১ হাজার ৫৩৫ প্রার্থী হচ্ছে বিভিন্ন দলের।

    ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে। এছাড়া, এক কেন্দ্রের অনিয়মে আটকে গেছে ময়মনসিংহ-৩ আসনের ফল।

    ফলাফলের সমীকরণ যখন এই, তখন তো স্পষ্টই ষষ্ঠবারের মতো ক্ষমতায় এলো আওয়ামী লীগ। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকারপ্রধান হতে যাচ্ছেন। যা টানা চারবারের মতো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন