আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন


আসন্ন রমজানের পূর্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব, যাতে আগামী রমজানের আগেই—অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আপনাদের সবার কাছে দোয়া চাই, যেন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এ দেশের প্রতিটি নাগরিক 'নতুন বাংলাদেশ' গড়ার কাজে অগ্রসর হতে পারে। নির্বাচন যাতে উৎসবমুখর পরিবেশে, শান্তি ও শৃঙ্খলার সাথে, ব্যাপক ভোটার উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করবো।”
প্রবাসী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে যাঁরা প্রবাস থেকে টিকিয়ে রেখেছেন, সেই রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এবার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুনিশ্চিত করতে চায় সরকার। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।”
নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা চাই, দেশের সর্বত্র নারী ভোটাররা নির্ভয়ে, উৎসাহভরে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। এবারের নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
এন কে/বিএইচ
