নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পুলিশ প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
আগামী নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন