শনিবার, ০৯ অগাস্ট ২০২৫
Natun Kagoj

জুলাই ঘোষণাপত্রের আয়োজনে ৮ বিশেষ ট্রেনে বেশিরভাগ আসন ফাঁকা ছিল

জুলাই ঘোষণাপত্রের আয়োজনে ৮ বিশেষ ট্রেনে বেশিরভাগ আসন ফাঁকা ছিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত “জুলাই ঘোষণাপত্র পাঠ” অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র ও সাধারণ মানুষকে পরিবহনের জন্য সরকার আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে।

তবে বাস্তবে অধিকাংশ ট্রেনেই যাত্রী সংখ্যা ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম। অনেক ট্রেনে আসন ফাঁকা থাকায় যাত্রার সময় ট্রেনগুলো ছিল প্রায় খালি।

সরকার এসব ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। আটটি ট্রেন পরিচালনায় সরকারের ব্যয় হয়েছে ৩০ লাখ ৪৫ হাজার ৯৩৯ টাকা।

ফরিদপুরের ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনে ঢাকায় আসা যাত্রী ছিলেন মাত্র ১৭ জন, যদিও ট্রেনটির ৭ বগিতে আসন সংখ্যা ছিল ৬৭৬। এটি ভাড়া করতে খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার ৮০৬ টাকা। ভাঙ্গা স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ‘স্পেশাল ট্রেনটিতে ৬৭৬টি আসন ছিল। সকালে ভাঙ্গা থেকে ১৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।’

সিলেট থেকে আসা ট্রেনটিতে যাত্রী ছিলেন প্রায় ৫০-৬০ জন। ট্রেনটির আসন সংখ্যা ৫৪৮, আর খরচ হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৯৮ টাকা।

রংপুর থেকে ১৮ বগির একটি ট্রেন যাত্রা করে, যেখানে সর্বোচ্চ যাত্রী ছিল প্রায় ৩০০ জন, যদিও আসন সংখ্যা ছিল ৬৩৮টি। এটি ভাড়া করতে সরকারের খরচ হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

রাজশাহী থেকে ৭ বগির বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন প্রায় ২৫০ জন। ট্রেনটির আসন সংখ্যা ছিল ৫৪৮ এবং ভাড়া ৪ লাখ ৮৫ হাজার ৯১ টাকা।

নরসিংদী থেকে ছাড়ে ১২ বগির ট্রেন, যার আসন সংখ্যা ৬৫২। যাত্রী সংখ্যা নির্দিষ্ট না হলেও প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি ছিল ৩০০–৩৫০ জনের কাছাকাছি। ভাড়া হয়েছে ৯৪ হাজার ৯৪৮ টাকা।

চট্টগ্রাম থেকে ছাড়ে ১৬ বগির ট্রেন, আসন সংখ্যা ৮৯২। তবে স্টেশন মাস্টার জাফর আহম্মদের মতে, ‘ট্রেনটির বেশির ভাগ আসনই ফাঁকা ছিল।’ যাত্রী ছিলেন প্রায় ৪০০ জন। ভাড়া বাবদ খরচ হয়েছে ৭ লাখ ৫ হাজার ১০০ টাকা।

জয়দেবপুর থেকে আসা ট্রেনে ছিলেন ২২০ জনের মতো যাত্রী। আসন সংখ্যা ছিল ৭৩৬টি, ভাড়া লেগেছে ৭২ হাজার ৫৭৬ টাকা।

নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছাড়লেও এর যাত্রী সংখ্যা জানা যায়নি। ১০ বগির ট্রেনটির ভাড়া ছিল ৫৬ হাজার ৫২০ টাকা।

সব ট্রেনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন