সোমবার, ২৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ব্যর্থ ফায়ার সার্ভিস

    টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ব্যর্থ ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানিতে ম্যানহোলটি দেখা যাচ্ছিল না। গন্তব্যে ফেরার সময় হঠাৎ করে ওই নারী ম্যানহোলে পড়ে যান এবং পানির প্রবল স্রোতে দ্রুত তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

    প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

    ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। টানা বৃষ্টির কারণে সেটি পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’

    সোমবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। তাঁর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘রাত থেকেই ফায়ার সার্ভিস উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযান এখনো চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন