টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ব্যর্থ ফায়ার সার্ভিস


গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানিতে ম্যানহোলটি দেখা যাচ্ছিল না। গন্তব্যে ফেরার সময় হঠাৎ করে ওই নারী ম্যানহোলে পড়ে যান এবং পানির প্রবল স্রোতে দ্রুত তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। টানা বৃষ্টির কারণে সেটি পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’
সোমবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। তাঁর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘রাত থেকেই ফায়ার সার্ভিস উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযান এখনো চলছে।’
