শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • আন্ডার আর্ম ঠান্ডা রাখলেই হার্টবিট নিয়ন্ত্রণে

    আন্ডার আর্ম ঠান্ডা রাখলেই হার্টবিট নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্ট্রেস বা উদ্বেগের সময় হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়, পেশি টানটান হয়ে যায়, শ্বাসও অগভীর হয়ে আসে—শরীর তখন যেন যুদ্ধ মোডে চলে যায়। অবিশ্বাস্য হলেও সত্য, এমন মুহূর্তে শরীরকে দ্রুত শান্ত করার এক সহজ উপায় হলো আন্ডার আর্মের নিচে কিছু ঠান্ডা বসানো।

    বিজ্ঞানীরা বলছেন, এই ছোট্ট কৌশলটি শরীরের “ক্যালমিং সিস্টেম” সক্রিয় করে দেয়, ফলে হার্টবিট ধীরে আসে এবং মস্তিষ্কে প্রশান্তির সংকেত পাঠায়।

    কেন কাজ করে এই ঠান্ডা ট্রিক?

    • শরীরে হঠাৎ ঠান্ডা লাগলে ভেগাস নার্ভ (Vagus Nerve) উদ্দীপ্ত হয়।
    • এই স্নায়ুটি শরীরের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্র, যা হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে।
    • ঠান্ডার স্পর্শ এই নার্ভকে সক্রিয় করে, ফলে শরীরের “Fight or Flight” অবস্থা থেকে দ্রুত “Calm and Balanced” অবস্থায় ফিরে আসে।

    তাৎক্ষণিক প্রভাব

    • হার্টবিট কমায়: ঠান্ডা স্পর্শ হৃদয়ের অতিরিক্ত গতি কমিয়ে আনে।
    • টেনশন হ্রাস করে: পেশির টান কমায়, শরীর শিথিল হয়।
    • মন শান্ত করে: মস্তিষ্কে প্রশান্তির সংকেত পাঠায়, ফলে উদ্বেগের মুহূর্তে হালকা লাগে।

    এই পদ্ধতিটি কোনো “জাদু” নয় বা উদ্বেগের স্থায়ী চিকিৎসা নয়, তবে তাৎক্ষণিকভাবে মানসিক চাপ কমাতে কার্যকর।

    শরীরের ভেতরেই লুকিয়ে আছে প্রশান্তির চাবিকাঠি

    এই সহজ কৌশলটি দেখায়, শরীরের মধ্যেই রয়েছে আত্ম-নিয়ন্ত্রণের শক্তি।
    সঠিক উদ্দীপনা দিলে শরীর নিজেই মনে করিয়ে দেয়—কীভাবে শান্ত হতে হয়, কীভাবে ভারসাম্য ফিরে পেতে হয়।

    যখন মনে হবে চাপ বেড়ে গেছে, হৃদস্পন্দন ছুটছে—তখন ওষুধ নয়, বরং আন্ডার আর্মের নিচে একটু ঠান্ডা স্পর্শই হতে পারে আপনার মুহূর্তের থেরাপি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন