এক মাসে ৩০ পাউন্ড কমানোর গোপন এআই কৌশল

ওজন কমানো আজকের যুগে এক বড় চ্যালেঞ্জের মতো। অনেকেই ডায়েট প্ল্যান, ব্যায়াম, ফ্যাট বার্নার—সবকিছুই চেষ্টা করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি। এবার এই লড়াইয়ে নামল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই-এর পরামর্শে নাকি মাত্র ৩০ দিনে প্রায় ১৩.৬ কেজি (৩০ পাউন্ড) ওজন কমাতে পারছেন অনেকেই!
সম্প্রতি বায়োহ্যাকার ও লাইফ কোচ নোহা লেইথ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, কীভাবে এআই তাঁকে এক মাসেই রূপান্তরিত হওয়ার ফর্মুলা দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক আলোড়ন।
এআই-এর গোপন পরামর্শ
নোহা প্রশ্ন করেছিলেন, “যদি তুমি মানুষ হতে, তাহলে কীভাবে ৩০ দিনে ৩০ পাউন্ড ওজন কমাতে?”
এআই যে উত্তর দিয়েছে, তা সাধারণ ডায়েট বা ব্যায়ামের তালিকা নয়—বরং শরীরের ভেতরকার সমস্যাগুলোকেই ওজন বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখিয়েছে।
এআই বলছে—
শুধু ওজন নয়, সমস্যার মূল ধরো। অতিরিক্ত মেদ আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স ও শরীরের প্রদাহের ফল।
হরমোন ব্যালান্স ঠিক করো। হরমোনের ভারসাম্য না ফিরলে ফ্যাট কমবে না।
পূর্বপুরুষদের মতো খাও। প্রাকৃতিক, উচ্চ-প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার বেছে নাও, চিনি ও প্রক্রিয়াজাত খাবার পুরোপুরি বাদ দাও।
ব্যায়ামে পেশিগুলো কাজে লাগাও। শরীরের বড় পেশিগুলো সক্রিয় রাখলে ফ্যাট বার্নিং হরমোন বেশি নিঃসৃত হয়।
গভীর ঘুম নিশ্চিত করো। পর্যাপ্ত ঘুমই শরীরের প্রাকৃতিক ফ্যাট বার্ন প্রক্রিয়াকে সক্রিয় করে।
নোহার অভিজ্ঞতা
নোহার ভাষায়, “৩০ দিনে ৩০ পাউন্ড কমানো মানে না খেয়ে থাকা নয়, বরং শরীরের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনা।” তাঁর মতে, ইনসুলিন রেজিস্ট্যান্স, হরমোনের অসামঞ্জস্য, শরীরে জমে থাকা টক্সিন—এসবই মেটাবলিজমকে ধীর করে দেয়। তাই প্রথম কাজ হলো এগুলো ঠিক করা।
বিশেষজ্ঞদের সতর্কতা
তবে পুষ্টিবিদদের মতে, এত দ্রুত ওজন কমানোর লক্ষ্য সবার জন্য উপযুক্ত নয়। প্রত্যেকের শরীরের গঠন, বয়স ও বিপাকক্রিয়া আলাদা। তাই এ ধরনের পরিকল্পনা নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
এআই-এর ব্যাখ্যায়, ২০২৫ সালের ওজন কমানো মানে আর শুধু ডায়েট নয়—এটা একপ্রকার “মেটাবলিক রিসেট”, যেখানে শরীরকে নতুনভাবে চালু করা হয় ভেতর থেকে।
চিকিৎসকরা বলছেন, এই ধারণা নতুন হলেও এর ভিত্তি বাস্তব: শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য ঠিক থাকলেই স্থায়ীভাবে ওজন কমানো সম্ভব। তবে অন্ধভাবে কোনো ট্রেন্ডে ঝাঁপিয়ে পড়ার আগে বুঝে নিতে হবে, কোন পরামর্শ আপনার শরীরের জন্য উপযোগী।
দৈএনকে/জে .আ