শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়ী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ

    ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়ী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিতর্ক আর সমালোচনার মধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন, আর বাকি দুজন নির্বাচিত হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। সন্ধ্যা ৬টার দিকে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
    এদিকে, ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

    ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং সশরীরে এসে ভোট দিয়েছেন ৯ জন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। 

    এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি। 
     
    রাজশাহী বিভাগে ভোট ছিল ৯টি, তবে সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়েছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন সশরীরে ভোট দিয়েছেন। 
     
    এদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
     
    প্রাথমিক ফলাফল
     
    ‘সি’ ক্যাটাগরি
    খালেদ মাসুদ পাইলট- ৩৫ ভোট
    দেবব্রত পাল- ৭ ভোট
     
    বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরি ও বিভাগে কত ভোট পড়েছে:
     
    ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোট- ৭৬ 

    ই ভোটের সংখ্যা- ৩৪টি 
    সশরীরে ভোটের সংখ্যা- ৯টি
    ভোট দেননি- ৩৩ জন
     
    ‘সি’ ক্যাটাগরি মোট ভোট- ৪৫
    ই ভোটের সংখ্যা- ৫টি
    সশরীরে ভোটের সংখ্যা- ৩৭টি
    ভোট দেননি- ৩ জন 
     
    রাজশাহী বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৬টি
    সশরীরে ভোটের সংখ্যা- ১টি
    ভোট দেননি- ২ জন

    রংপুর বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৩টি
    সশরীরে ভোটের সংখ্যা- ২টি
    ভোট দেননি- ৪ জন


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন