শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • ভোট শেষ, ফলাফল প্রকাশের সময় নির্ধারিত

    ভোট শেষ, ফলাফল প্রকাশের সময় নির্ধারিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন নাটকীয়তার পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন কমিশন সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করবেন।

    সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।

    দিনের শুরুতে ভোটাররা না আসলেও সময়ের সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন ভোট দিতে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ, নতুন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি।

    বিসিবি নির্বাচনে ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল
    এ ছাড়াও দুপুরের পরে ভোট দিতে এসেছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়ন গ্রহণ করা ফারুক আহমেদ। নির্বাচন কেন্দ্রে উপস্থিত হতে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তবে তখন কথা বলতে চাননি তিনি।

    বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। 

    ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।

    ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।

    অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এখানে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছে ক্রিকেট ভক্তরা। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের দুই অতিপরিচিত মুখ দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন