আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল দ্বৈরথের সময়সূচি প্রকাশ

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়ে গেছে এবং এখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের আগে এই প্রস্তুতি পর্যায়ে আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের ফুটবল দক্ষতা পরীক্ষা করবে।
চলতি অক্টোবর মাসে উভয় দেশ দুটি করে প্রীতি ম্যাচ খেলবে, যা তাদের দল গঠন ও কৌশল পরখ করার জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো লাতিন আমেরিকার দুই পরাশক্তির জন্য প্রস্তুতি পর্ব হিসেবে কাজ করবে, পাশাপাশি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের মান যাচাইয়ের সুযোগ করে দেবে।
বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলোতে খেলোয়াড়দের ফর্ম ও দলের সমন্বয় পরীক্ষা করা হবে, যা ভবিষ্যতের মূল টুর্নামেন্টের জন্য প্রস্তুতির অন্যতম অংশ হিসেবে ধরা হচ্ছে।
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ:
গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ভেনেজুয়েলার বিরুদ্ধেই আবার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
প্রথম ম্যাচ: ১১ অক্টোবর, ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনা
স্থান: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
সময়: বাংলাদেশ সময় ভোর ৬টা
তিন দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর বিপক্ষে।
দ্বিতীয় ম্যাচ: ১৪ অক্টোবর, আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো
স্থান: সোলজার ফিল্ড, শিকাগো
সময়: বাংলাদেশ সময় ভোর ৫টা
ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ:
অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়া সফরে নামছে। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।
প্রথম ম্যাচ: ১০ অক্টোবর, দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল
স্থান: সিউল
সময়: বাংলাদেশ সময় ভোর ৫টা
দ্বিতীয় ম্যাচ: ১৪ অক্টোবর, জাপান বনাম ব্রাজিল
স্থান: টোকিও ন্যাশনাল স্টেডিয়াম
সময়: বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা
এই দুই ম্যাচের জন্য গত ১ অক্টোবর ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র, তবে চোটের কারণে বাইরে রয়েছেন নেইমার।
২০২২ কাতার বিশ্বকাপের আগে তিতের অধীনে ব্রাজিল একইভাবে এশিয়া সফরে গিয়েছিল। তখন দক্ষিণ কোরিয়াকে ৫-১ ও জাপানকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা।