বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj

তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। 

ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০টি দোকানের মধ্যে আটটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। 

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে, সার, কীটনাশক,ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান ছিল।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন