বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj

যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানে আইনি ঝুঁকি!

যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানে আইনি ঝুঁকি!
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, “আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষে এখনও সেখানে থাকেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসনের সম্পূর্ণ ইতিহাস থাকে এবং তারা আগের যেকোনো নিয়মভঙ্গের তথ্য জানতে পারেন। ভুল করে নিয়ম না মানা বলে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ভিসার শর্ত মেনে চলা সম্পূর্ণ আপনার দায়িত্ব।”

দূতাবাসের পোস্টের সঙ্গে যুক্ত একটি গ্রাফিকসে বলা হয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে পরবর্তীতে নতুন ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যেতে পারে। এমনকি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

মার্কিন দূতাবাস জানায়, প্রতিটি আবেদনকারীর অভিবাসন সংক্রান্ত অতীতের তথ্য কনস্যুলার কর্মকর্তারা গভীরভাবে পর্যালোচনা করেন। আইন লঙ্ঘনের কোনো ইতিহাস থাকলে তা তাদের নজর এড়ায় না।

এই সতর্কতা বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় প্রযোজ্য নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে গুরুত্বারোপ করেছে বলে মনে করা হচ্ছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ