মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj

দশমিনা-ঢাকাগামী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ ও আহত-১৪জন

দশমিনা-ঢাকাগামী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ ও আহত-১৪জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দশমিনা-ঢাকা গামী যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিকনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বিশ্বমবন্ধী গ্রামের লিটু চেয়ারম্যাননের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গাড়ির চালকের মৃত্যু, গুরুত্বর আহত ২ জন ও সাধারন আহত-১২জন। সোমবার দিবগত রাত সাড়ে ১০টায় মুকসুদপুর থানার দিকনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বিশ্বমবন্ধী এলাকার লিটু চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মানিক সিকদারের মেঝ ছেলে ও চেয়ারম্যান পরিবহনের চালক মো.রফিক সিকদার (৪৩) মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতাম।

গুরুত্বর আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার আমিরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ও পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী রাত্রীবাজার এলাকার হারুন আর রশিদের ছেলে মাহাদী হাসান।

সাধারন আহতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার ডহুরী গ্রামের শফি উদ্দিনের ছেলে আব্দুর রব একই এলাকার বিনোদনপুর গ্রামের সারেক শেখ এর ছেলে শফিকুল শেখ, বাউফল উপজেলার কারখানা গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে কাউয়ুম, বগা গ্রামের আনোয়ার সিকদারের ছেলে রুবেল সিকদার, কাজীপাড়া গ্রামের জাফরের ছেলে লিমন হোসেন, ওমরখালী কাজীপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে বশির, দশমিনা উপজেলার পুর্ব আলীপুর গ্রামের জামাল খলিফার ছেলে আল আমিন একই এলাকার চাঁদপুর গ্রামের মৃত্যু আব্দুর রশিদ দফাদারের ছেলে আসাদুল দফাদার, খালিসা খালী গ্রামের হাজী আব্দুর রশিদ মোল্লার ছেলে আল আমিন আকবর,

প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা-ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন সোমবার বিকালে দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা করেন। বরিশাল-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিকনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বিশ্বমবন্ধী গ্রামের লিটু চেয়ারম্যাননের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। গুরুত্বর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাড়ি চালক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর আহত ও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি দেন।

এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, নিহত পরিবহন চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর ও একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন