“পুরোনো নিয়মে দেশ চলবে না”—সরাসরি বার্তা দিলেন নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর পুরোনো সিস্টেম ও আইন দিয়ে এগিয়ে নেওয়া যাবে না। বিচার, কাঠামোগত সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে “নতুন বাংলাদেশের” যাত্রা শুরু করতে চায় তার দল।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,
“বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। বর্তমান প্রেক্ষাপটে তা আর যথোপযুক্ত নয়। আমরা এমন একটি নতুন সংবিধান চাই যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। অথচ বিভিন্ন রাজনৈতিক শক্তি এখনও ৭২-এর সংবিধান আঁকড়ে ধরে আছে। তাদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
চা শ্রমিকদের অধিকার এবং বিভিন্ন জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন,
“এনসিপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, আমরা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
পথসভায় পুলিশের ওপর হামলা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন,
“বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় ছাত্র-জনতার কাঁধে চাপানোর অপচেষ্টা চলছে। প্রকৃতপক্ষে, আমরা ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বাধ্য হয়েই প্রতিরোধে নেমেছিলাম।”
তিনি আরও বলেন,
“৩ আগস্ট আমরা এক দফার ঘোষণা দিয়েছি—আমাদের সংগ্রাম শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। দমন-পীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে এ লড়াই অব্যাহত থাকবে।”
পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার এনসিপি প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। সভায় আরও উপস্থিত ছিলেন—
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,
মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী,
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার,
জাতীয় যুব শক্তির সংগঠক মারুফ আল হামিদ ও জাকারিয়া ইমন, প্রমুখ।
