অর্থ উপদেষ্টার দাবি: ৮০% ব্যাংক তহবিল উধাও, লাগবে ৩৫ বিলিয়ন


দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, "এখন দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ হারিয়ে গেছে। আইএমএফের মতে, এই খাত পুনর্গঠনে প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার।"
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইনের ব্যত্যয় তো ঘটছেই, প্রক্রিয়াগত ধ্বংসও ঘটেছে। পুরনো মানুষগুলোই জায়গায় জায়গায় রয়ে গেছে, তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। কারও কারও ক্ষেত্রে শাসন দিয়ে, কারও ক্ষেত্রে বুঝিয়ে সংস্কারের কাজ করতে হচ্ছে।”
সুশাসনের অভাব ও রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যদের ক্ষমতার ওপর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এই কাঠামোয় যত সংস্কারই করা হোক, কোনো বাস্তব ফল আসবে না, যদি রাজনৈতিক দলগুলো নিজেরাও সংস্কার না করে।”
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরও বলেন,
“গত বছর আগস্টে যখন বর্তমান সরকার দায়িত্ব নেয়, তখন থেকেই দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত ছিল। এমন চিত্র বিশ্বে বিরল। প্রাথমিকভাবে আইএমএফ বলেছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে, এখন তা বেড়ে ৩৫ বিলিয়ন ডলার বলছে তারা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক হোসেন জিল্লুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
“দেশে এখন কোনো নিয়ন্ত্রণ, সুশাসন বা জবাবদিহিতা নেই। পুলিশ বিভাগেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এক ব্যবসায়ী জানালেন, আগে যেখানে ঘুষ দিতে হতো ১ লাখ, এখন দিতে হচ্ছে ৫ লাখ।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফখরুল বলেন,
“রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়। তবে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়া ছাড়া বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের সত্যিকারের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সফল হবে না।”
